নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১০:৩৫। ১১ মে, ২০২৫।

দুই হেলিকপ্টার বিধ্বস্তে ইউক্রেনের ৬ সেনা নিহত

আগস্ট ৩১, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: ইউক্রেনের দুটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সামরিক বাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব ইউক্রেনে একটি মিশনে ছিলেন তারা। খবর এনডিটিভি।

গতকাল বুধবার (৩০ আগস্ট) ডিজিটাল মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনাটি ঘটে আগেরদিন অর্থাৎ গত মঙ্গলবার। কী কারণে একসঙ্গে দুটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্রামাতোরস্কে হতাহতের এ ঘটনা ঘটেছে। দোনেৎস্কের বিধ্বস্ত শহর বাখমুতের পূর্ব দিকে অবস্থিত এলাকাটি।

রুশ হামলার শুরুর পর প্রায় ১৮ মাস ধরে ওই অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে লড়াই চলছে।

আরো জানা গেছে, হেলিকপ্টার দুটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইউক্রেন বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভেন রাকিতা জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা সবাই সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। তবে নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।