হেলাল উদ্দীন,বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলা অফিসার্স ক্লাব বাগমারার উদ্যোগে তাল গাছের বীজ রোপনের করা হয়। বুধবার বাসুপাড়া ইউনিয়নের মানসিংহপুর থেকে পীরগঞ্জ বাজার পর্যন্ত ১ কিলোমিটার রাস্তর ধারে প্রায় তিন হাজার তাল গাছের বীজ রোপন করা হয়েছে। এই বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা রবিউল করিম, এলজিআরডি প্রকৌশলী খলিলুর রহমান।
তাল বীজ রোপনে সরকারী কোন বরাদ্দ করা হয়নি। প্রশাসনের কর্মকর্তাদের অফির্সাস ক্লাব বাগমারার উদ্যেগে ও ব্যায়ে তাল বীজ রোপন করা হয়। মূলত বীজ রোপন কর্মসূচিকে সফল করতে কর্মাকর্তাদের এই উদ্যোগ ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।