স্টাফ রিপোর্টার : ১৬০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) জেলার বাঘা থানাধীন মহদীপুর মন্ডলপাড়া থেকে বিকাল ৪ টার দিকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মো. রবিউল ইসলাম (২৫)। সে জেলার বাঘা থানার হরিরামপুর গ্রামের মো. আসকানের পুত্র।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার বাঘা থানাধীন মহদীপুর মন্ডলপাড়া গ্রামস্থ ইনসার আলী (৭০)র টিনসেড পাকা বসতবাড়ির পূর্বপার্শ্বের মেইন গেটের সামনে আলাইপুর টু বিনোদপুরগামী পাকা রাস্তার ওপর ১ (এক) জন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিকাল ৩ টা ৫০ মিনিটে রবিউল ইসলামকে আটক করে। এসময় দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্সের ফুল প্যান্টের সামনের ডানপার্শ্বের পকেটের মধ্য থেকে দুইটি স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় ১৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত রবিউল ইসলামের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।