গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ ফরহাদ (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মহিশালবাড়ী এলাকা তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২১ মে

ফরহাদ (৩৪) উপজেলার মাটিকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকায় বিশেষ তল্লাশী চালানো হয়। এসময় ফরহাদ নামের এক ব্যক্তির কাছে থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  পথহারা এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরে দিয়েছে রাজপাড়া থানা পুলিশ

পরে তাকে উদ্ধারকৃত হেরোইনসহ আটক করে র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে আসা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ফরহাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে। পরবর্তীতে দুপুরে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২১

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *