নগরীতে ৭ জুয়াড়ি গ্রেফতার

নগরীতে ৭ জুয়াড়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নগরীর এয়ারপোর্ট থানার বায়ারহাট এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ  ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দিবাগত রাত ৯ টার দিকে এয়ারপোর্ট থানার বায়ারহাট বাজারের বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতির কার্যালয় থেকে আসামীদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গার আ. রহমানের ছেলে মো. সাদেক আলী (৪৫), মো. হাবিবুর রহমানের ছেলে মো. আলাউদ্দিন (২৪), মৃত নজরুল ইসলামের ছেলে মো. সাকোয়াত হোসেন (৩৩), মো. সোহরাব হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (৪৫), একই থানার বায়াপাড়ার মো. সাজাহান আলীর ছেলে মো. জুয়েল রানা (২৮), মৃত কামাল হোসেনের ছেলে মো. সুমন আলী (৪০) ও মৃত বেনু সরকারের ছেলে মো: কিরন আলী (২৬)।

আরও পড়ুনঃ  বিপুল উৎসাহে রাজশাহীতে উদ্যাপিত হলো বাংলা নববর্ষ

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় জুয়া আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকারের তথ্য পাওয়া গেছে

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *