অনলাইন ডেস্ক:বয়স ৫০ ছুঁইছুঁই, কিন্তু এখনো যেন পচিশের যুবক বলিউড অভিনেতা হৃতিক রোশন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে দারুণভাবে ফিট রেখেছেন এই নায়ক। তার ফিটনেস, দৈহিক গঠন এখনো মুগ্ধ করে ভক্ত-অনুরাগীদের।
সম্প্রতি ইনস্টাগ্রামে খালি গায়ে নিজের সিক্স প্যাক অ্যাবসের একটি ছবি প্রকাশ করেন হৃতিক। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘কোথায় যে শেষ দেখতে পাচ্ছি না।’ অভিনেতার এই ছবি দেখে বর্তমান প্রেমিকা সাবা আজাদ থেকে প্রাক্তন স্ত্রী সুজান খান, প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকতে পারেননি কেউই।
ওই ছবিতে ৯ লাখেরও বেশি লাইক পড়েছে। যে তালিকায় রয়েছেন অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজ়ানও। বিবাহ বিচ্ছেদের পরে এখনও সুসম্পর্ক রেখেছেন দু’জনে। একে অপরের জীবনের বর্তমান প্রেমের সম্পর্ক নিয়েও বেশ উৎসাহী।
প্রেমিকা সাবাও পিছিয়ে নেই। প্রেমিকের উষ্ণ ছবিতে মন্তব্য করেছেন ইমোজির মাধ্যমে। বাইসেপ, আগুন আর ভালোবাসার ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। ছবিতে লাইক করেছেন তাপসী পান্নু, বিপাশা বসু, কিয়ারা আদভানি, প্রীতি জিন্তা, রাজকুমার রাওসহ বলিউড তারকারা।
খুব শীঘ্রই হৃতিককে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায়। যে কারণে বেশ ভালো প্রস্তুতি নিয়েছেন তিনি। পরিচালক সিদ্ধার্থের মতে, দেশের প্রথম ‘এরিয়াল অ্যাকশন’ ছবি ‘ফাইটার’। সিনেমায় একাধিক এরিয়াল স্টান্ট থাকছে বলেও জানিয়েছেন পরিচালক।
শূন্যে মারামারি করার দৃশ্যে অভিনয় করার জন্য ছবির শুটিং শুরু হওয়ার বহু দিন আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন হৃতিক। চিত্রনাট্য অনুযায়ী দেশের একাধিক বিমানঘাঁটিতে শুটিং হয়েছে এই ছবির। শোনা যাচ্ছে, আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পাবে সিনেমাটি।