• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অটোরকিশার সাথে বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কা : পাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৩

অটোরকিশার সাথে বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কা : পাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি: বাসের সাথে অটোরিকশার ধাক্কা এবং জরিমানার ঘটনার জেরে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অভিযুক্ত প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ায় অবরোধ তুলে নেয়া হয়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস যাওয়ার সময় ধাক্কা লেগে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সড়কের পাশে অবস্থিত পান্তুয়া সুইটস এর ম্যানজোর নাজির উদ্দিন জ্যাকিসহ আশপাশের লোকজন বিশ্ববিদ্যালয়ের বাস আটকিয়ে অটোরিকশার জন্য ক্ষতিপূরণ আদায় করেন। ওই সময় উভয়পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস শহর দিয়ে যাবার সময় আগেরদিনের ঘটনার প্রতিবাদে ওই মিষ্টির দোকানের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। তারা বিচার দাবি করেন। এসময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়, আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  রিকশাচালককে জুতাপেটা সমাজসেবা কর্মকর্তার তদন্তের নির্দেশ ডিসির

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শহরের প্রধান সড়ক দিয়ে বাস যাতায়াতে আশপাশের দোকানদার ও অটোরিকশা চালকরা ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে। পান্তুয়া সুইটস এর ম্যানেজার বিশ্ববিদ্যালয়ের বাস আটকিয়ে খারাপ আচরণ করেছেন। শিক্ষার্থীদের নিয়ে খারাপ মন্তব্য করেছেন। তার বিচার দাবি করেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ঘটনাস্থলে যান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সদর থানার ওসি কৃপা সিন্ধা বালা, পাবিপ্রবির প্রক্টর ড. কামাল হোসেন।

আরও পড়ুনঃ  রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনারলক্ষ্যে গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

তারা শিক্ষার্থী ও পান্তুয়া সুইটস কর্তৃৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তাদের মধ্যস্থতায় অভিযুক্ত ম্যানেজার নাজির উদ্দিন জ্যাকি শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে অবরোধ তুলেন নেন শিক্ষার্থীরা। তখন যান চলাচল স্বাভাবিক হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘আগের দিনের তুচ্ছ ঘটনায় আজকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এবং পান্তুয়ার ম্যানেজারসহ কর্মচারীদের মারধর করে। আমরা আপাতত বিষয়টি সমাধান করেছি এবং এখন পরিস্থিতি স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাস শহরের প্রাণকেন্দ্রে দিয়ে যাতায়াত করায় মাঝেমধ্যেই এই সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বসবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্খিত। আমরা শিক্ষার্থী ও পান্তুয়া সুইটস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করেছি। বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন বসে আলোচনার মাধ্যমে বাস চলাচলের বিকল্প পথ খুঁজে বের করা যায় কি না সেই চেষ্টা করা যবে।’

আরও পড়ুনঃ  রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পছন্দের বিভাগ বাছাই ১৫ মার্চ পর্যন্ত

এদিকে, ঘটনার পর অভিযুুক্ত ম্যানজোর নাজির উদ্দিন জ্যাকিকে বরখাস্থ করা হয়েছে বলে জানান পান্তুয়া সুইটস এর স্বত্ত্বাধিকারী মাহমুদুন নবী। তিনি বলেন, ‘আমার দোকানের কর্মচারী হয়ে তিনি কেন বাইরের বিষয় নিয়ে কথা বলতে যাবেন। সেটা তো তার দায়িত্ব ছিলনা। এতে আমার দোকানের সুনাম ক্ষুন্ন হয়েছে। আমি তাকে বরখাস্থ করেছি।’
উল্লেখ্য, পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কের ফুটপাত দখল হয়ে যাওয়ায় কমে গেছে সড়কের আয়তন। দিনের বেলায় এই সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন কোম্পানীর অন্তত ২০টি বাস চলাচল করে। এতে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষদের। এমন পরিস্থিতিতে বিকল্প পথ খোঁজার পরামর্শ সচেতন মহলের।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675