Home রাজশাহী নগরীতে দুই দিনব্যাপি সামাজিক নিরাপত্তা সেবা মেলার উদ্বোধন

নগরীতে দুই দিনব্যাপি সামাজিক নিরাপত্তা সেবা মেলার উদ্বোধন

নগরীতে দুই দিনব্যাপি সামাজিক নিরাপত্তা সেবা মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দুই দিনব্যাপী সামাজিক নিরাপত্তা সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনের বুধবার (৬ সেপ্টেম্বর) নগরীর ছোটবনগ্রাম এলাকায় এই মেলা শুরু হয়েছে। রাসিক ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক হাসিনা মমতাজ।

বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক শবনম শিরিন, জেলা যুব উন্নয়ন অধিদফতরের সহকারি পরিচালক আলম আলী, চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম, রাসিকের প্রধান কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, রাসিকের ইউএমআইএমসিসি প্রজেক্টের এডভাইজার আকতারুজ্জামান রানা, সংরক্ষিত নারী কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, কারিতাসের আঞ্চলিক পরিচালক ডেভিড হেমব্রম।

মেলায় সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যক্তিমালিকানা স্টল আছে। এদিন বিকেলে সামাজিক নিরাপত্তা সেবা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here