• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্রেম করছি না, বিয়ের পরিকল্পনাও আপাতত নেই: জেসিয়া

প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৯:০১

প্রেম করছি না, বিয়ের পরিকল্পনাও আপাতত নেই: জেসিয়া

অনলাইন ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত অভিনেত্রী জেসিয়া ইসলাম অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এমআর-৯: ডু অর ডাই’। এতে রূপা চরিত্রে অভিনয় করেন তিনি। যদিও প্রথম চলচ্চিত্রে খুব বেশি আলো কেড়ে নিতে পারেননি, তারপরও নিজের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে খুব বেশি আশাবাদী তরুণ এ অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে নিজের অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন জেসিয়া। তিনি জানান, প্রেম করছেন না, বিয়ের পরিকল্পনাও আপাতত নেই তার। আগামীতে অভিনয়ে মনোযোগী হতে চান এবং দর্শকের ভালোবাসা পেতে চান।

আরও পড়ুনঃ  নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

একসময় ইউটিউব কনটেন্ট নির্মাতা ও অভিনেতা সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন জেসিয়া। যা পরবর্তীতে ভেঙে যায়। চলতি বছরের এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসেন সালমান। নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে জেসিয়া বলেন, ‘না, আমি নতুন কোনো সম্পর্কে জড়াইনি। প্রেম করছি না আমি। প্রেম করলে সবাই জানত। আপাতত এসব নিয়ে ভাবছি না। বিয়ের পরিকল্পনাও আপাতত নেই আমার।’

আরও পড়ুনঃ  পোশাক নিয়ে সমালোচনার মুখে শেহনাজ গিল

‘এমআর-৯’ ছবিতে অভিনয় প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, “দুই বছর ধরে কঠোর পরিশ্রম করেছি ছবিটির জন্য। অনেক ঝুঁকিপূর্ণ শট দিয়েছি। আহতও হয়েছি। বলতে গেলে ‘এমআর-৯’ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিনেমা। কেননা, এই সিনেমা করতে গিয়েই আমাকে অনেক নতুন কাজ শিখতে হয়েছে। নতুন টার্ম শিখেছি, শিখেছি ফাইটিং।”

আগামীর ভাবনা প্রসঙ্গে জেসিয়ার ভাষ্য, ‘আমি এটাকে (এমআর-৯) একটা সুযোগ হিসেবে নিয়েছি। আমি মনে করি, এটি আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আমি চেষ্টা করব আমার দর্শকদের মন রক্ষা করে চলার।’

আরও পড়ুনঃ  প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন জেসিয়া ইসলাম। এই সুন্দরী প্রতিযোগিতার প্ল্যাটফর্ম থেকেই ‘বিতর্ক’ পিছু নেয় তার। তারপর মডেলিং ও নাটকে অভিনয় শুরু করেন। ‘ছবি প্রতিচ্ছবি’ শিরোনামের একক নাটকের মধ্য দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। এতে তার সহশিল্পী ছিলেন ‘বন্ধু’ সালমান মুক্তাদির।

সর্বশেষ সংবাদ

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
ভাঙ্গা ওরিয়েন্ট ক্লাবের কমিটি গঠন
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675