• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মোহনপুরে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩০

মোহনপুরে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা ৩৬কেজি গাজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। একটি কার্গো ট্রাকে কাগজের কার্টুনের মধ্যে বিশেষ কৌশলে নয়টি পোটলায় লুকায়িত ৩৬ কেজি গাজা এবং মাদক পাচার কাজে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়। এবিষয়ে মোহনপুর থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী উপপরিচালক জিললুর রহমান এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন, সহকারী উপ-পরিদর্শক শহিদুল ইসলাম আকন্দ, সহকারী উপ-পরিদর্শক শাহজাহান আলী, সহকারী উপ-পরিদর্শক বায়েজিদ হোসেন এর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠনপূর্বক চারদিন অপেক্ষার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান পরিচালনা করে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কামারপাড়া বড়াইল নামক স্থানে নওগাঁ হতে রাজশাহী গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে বড়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে পুরাতন কার্টুন বহনকারী একটি টাটা কার্গো ট্রাক তল্লাশী করে ৩৬ কেজি উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার ও একটি ট্রাকটি জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  আবুল বাশার মিন্টুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

অভিযানে গ্রেপ্তারকৃত আসামীরা হলো, বগুড়া জেলা সদর চকফরীদ কলোনী খুলুপাড়া এলাকার আব্দুর রহিম (৩৭), শাজাহানপুর থানা পূর্ব পাড়া (কাগজী পাড়া) এলাকার তানভীর (২২)। জব্দ করা ট্রাকে করেই আসছিলেন তারা।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, ‘মাদক কারবারিরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। এবিষয়ে মোহনপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এবিষয়ে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া একটি লিখিত অভিযোগ পেয়েছি। গ্রেপ্তারকৃত আসামীদের আদালেেত মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675