নগরীতে গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীতে গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নগরীতে অভিনব কায়দায় বাজারের ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৩ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (০৬ সেপ্টেম্বর) ২১.৩০ টায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার পেয়াজীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মারুফ হোসেন (২২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে রাজপাড়া থানার লক্ষিপুর আইডি বাগানপাড়া এলাকার আব্দুস ছালামের ছেলে

আরও পড়ুনঃ  নগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করা নিহত বাবার লাশ নিয়ে বিক্ষোভ

। একটি বাজার করার ব্যাগের ভিতরে রক্ষিত তিন কেজি গাঁজা কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মারুফ হোসেনকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার। তার বিরুদ্ধে আরএমপি এর রাজপাড়া থানার মামলা নং-২৭/৩৮০, তারিখ- ১১/১০/২০২০ খ্রিঃ; জি আর নং-৩৮০/২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ৮(খ) বিদ্যমান।

আরও পড়ুনঃ  শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অভিভাবকদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। গ্রেফতারকৃত উক্ত আসামীকে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজপাড়া থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *