• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৩:০০

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ মিয়া (৭৩) নামের সে ব্যক্তির মৃত্যু হয়। তার বাড়ী নেত্রকোনা জেলায়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, ওয়াজেদ মিয়ার কোনো ভ্রমণ ইতিহাস নেই। জ্বর নিয়ে গত ৩ সেপ্টেম্বর সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তিনি স্টোক করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ডেঙ্গু ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

তিনি আরও জানান, রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এক হাজার ১২৬ জন। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ১৩ জন। বর্তমানে আরও ১০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসাগ্রহণ করছেন। গত বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়

আরও পড়ুনঃ  টেকনাফে অপহরণের শিকার ১ জনকে উদ্ধার নৌবাহিনীর

পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বগুড়াপাড়ার হাসেম সওদাগরের ছেলে কাপড় ব্যবসায়ী হাসান আলী (২৮) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675