• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দুর্গাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৫১

দুর্গাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীর দুর্গাপুরেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২৩ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

আরও পড়ুনঃ  নগরীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা

র‍্যালি শেষে উপজেলা পরিষদের মিনি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

আরও পড়ুনঃ  নগরীতে মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১১

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, স্কাউটস সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় নিরক্ষরমুক্ত উপজেলা গড়তে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675