রাজশাহীর ডাক্তার ফা‌তেমার ছেলে শা‌কিব বাসায়‌ কলগার্লসহ গ্রেফতার

রাজশাহীর ডাক্তার ফা‌তেমার ছেলে শা‌কিব বাসায়‌ কলগার্লসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মাদার ল‌্যান্ড হাসপাতা‌লে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফাতেমা সিদ্দিকার ছে‌লে নাজমুল শা‌কিব নিজ বাসায়‌ কলগার্ল নিয়ে অ‌নৈ‌তিক কাজ করার সসয় মাদকসহ গ্রেফতার হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরীর বড় বনগ্রাম এলাকা থেকে ওই চিকিৎসকের ছেলেকে নারী ও মাদকসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম নাজমুস সাকিব (২৮)। তিনি নগরীর বড় বনগ্রাম রায়পাড়া এলাকার মো : ইউসুফ আলী এবং রাজশাহীর গাইনী বিশেষজ্ঞ ডাঃ ফাতেমা সিদ্দিকার ছেলে ।

আরও পড়ুনঃ  পবায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে কারাদন্ড, তিনটি স্কেভেটর অকেজো

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় বনগ্রাম এলাকায় ডা: ফাতেমা সিদ্দিকার বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সাকিবকে নারী ও মাদকসহ গ্রেফতার করা হয়।

এসময় সাকিব একটি নারীর সাথে ওই বাসায় তিন তলার একটি রুমে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলো বলে জানা গেছে। গ্রেফতারের সময় সাকিবের রুম থেকে ২০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, সাকিব তাঁর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এই বাসায় থাকতেন। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক ঝামেলা চলে আসছিলো। দ্বিতীয় স্ত্রী এনিয়ে বাবার বাসায় চলে গেলে মাঝে মাঝে বিভিন্ন মেয়ে নিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতো সাকিব ।

এর আগে প্রথম স্ত্রী সাকিবের এসব কর্মকান্ডের জন্য তাকে তালাক দিয়ে চলে যায়।

অন্যদিকে,সাকিবের সাথে গ্রেফতারকৃত ওই নারীর দাবি ২০১৮ সাল থেকে তাদের প্রেমের সম্পর্ক চলে আসছিল। কয়েক দিনের মধ্যে তাদের বিয়ে হওয়ার কথা ছিলো।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় শ্বশুর বাড়ি থেকে ধর্ষক গ্রেফতার!

তিনি আরো বলেন, সাকিবের বাড়ির লোকজন তাদের পূর্বপরিকল্পিতভাবে ফাঁসিয়েছে৷

এবিষয়ে শাহ মখদুম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সাকিব নামে এক যুবককে নারীসহ গ্রেফতার করা হয়েছে।এসময় তার রুম থেকে গাঁজাও উদ্ধার করা হয় । এঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *