• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মেসির জার্সি দেখিয়ে এমবাপেদের খোঁচা

প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪৭

মেসির জার্সি দেখিয়ে এমবাপেদের খোঁচা

অনলাইন ডেস্ক: ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিতে অধিনায়ক লিওনেল মেসির একমাত্র ফ্রি-কিক গোলে আকাশী-সাদা জার্সিধারীরা জয় পেয়েছে। এর আগের রাতেই কাতার বিশ্বকাপের ফাইনালে মেসিদের কাছে পরাজিত হওয়া ফ্রান্স ইউরো বাছাইয়ের ম্যাচ খেলতে নেমেছিল। সেখানে আর্জেন্টিনার প্রসঙ্গ আসাটা অস্বাভাবিকই বটে। তবে কিলিয়ান এমবাপেদের খোঁচা দিতে তো এমনটা করাই যায়। প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বেশ কয়েকজন ভক্ত তাই তো এদিন মেসির জার্সি নিয়ে হাজির হয়েছিলেন।

গতকাল (বৃহস্পতিবার) রাতে আইরিশদের বিপক্ষে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে নেমেছিলেন এমবাপেরা। ফরাসিদের নতুন এই অধিনায়কের নেতৃত্বে আগেই থেকেই দলটি ইউরো বাছাইয়ের ম্যাচে জয় পেয়ে আসছে। আগের চার ম্যাচের সবকটিতেই হাসিমুখে মাঠ ছেড়েছিল ফ্রান্স। তাদের ধারাবাহিক ফর্ম এবং র‌্যাংকিংয়ে বেশ দূরত্বে থাকা আইরিশরা ম্যাচেও পিছিয়ে থাকবে এটাই স্বাভাবিক। তাই হয়তো তাদের কিছুটা বিভ্রান্ত করতে গ্যালারি থেকে দেখানো হয় মেসির ১০ নম্বর সম্বলিত আর্জেন্টিনার একটি জার্সি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় ৩ জন গ্রেফতার

যদিও তাতে সফল হননি আইরিশ দর্শকরা। ২০১৮-এর বিশ্বচ্যাম্পিয়ন ফরাসিরা যে তাদের ২-০ গোলে হারিয়েছে। দুই দলের পার্থক্যটা বেশ পরিষ্কার দেখা গেছে ম্যাচে। ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ২৫টি শট নিয়েছে ফ্রান্স। যার ৫টি ছিল গোলমুখে। বিপরীতে ৬ শটের ২টি গোলমুখে রাখতে পেরেছিল আয়ারল্যান্ড।

আরও পড়ুনঃ  হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ফ্রান্স। ডি-বক্স থেকে কিলিয়ান এমবাপের ব্যাকপাস পেয়ে জোরালো শট নেন অরলিঁয়ে চুয়ামেনি। গোল পেতে পারতেন এমবাপে নিজেও। ৪৮ মিনিটে ডি-বক্স থেকে নেওয়া তার শটটি ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয়। বল পেয়ে যান মার্কাস থুরাম। তার শট ফেরাতে পারেনি আইরিশ ডিফেন্ডার কিংবা গোলরক্ষক। এরপর আর কোনো পক্ষই গোল পায়নি। ফলে ২-০ ব্যবধানে টানা পঞ্চম জয় পায় এমবাপের দল।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

ম্যাচে পরাজিত আয়ার‌ল্যান্ড ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে হলে পরবর্তী ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে আগামী রোববার তাদের শক্তিশালী নেদারল্যান্ডসের মোকাবিলা করতে হবে। এর দুদিন পরই (মঙ্গলবার) ফ্রান্স মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির।

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675