নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। ভোর ৫:২১। ১২ মে, ২০২৫।

পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে বশ্বিবদ্যিালয়রে ২ শিক্ষার্থী নিহত

সেপ্টেম্বর ৮, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতনিধি : ঈশ্বরদী বেড়াতে আসার পথে পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় টেবুনিয়ায় সডি গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সুজানগরের রামচন্দ্রপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১) ও চাটমোহররে মহলো গ্রামরে মঞ্জ মাস্টাররে ছেলে রুবাইয়েত হাসান নোমান (২২)। দু’জনই জাহাঙ্গীরনগর বশ্বিবদ্যিালইয়ের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষর্দশী সূত্র জানায়, দুপুরে নাটোর থকেে রাব্বি পরবিহনের একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে আসছিল। বাসটি বেপরোয়া গতিতে থাকায় ঈশ্বরদীর দিকে যাওয়া একটি সএিনজি চালিত অটো্রিক্শার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। ঘটনাস্থলে অটোরকিশার যাত্রী ওই দুই ছাত্র নহিত হন। বিশ্ববিদ্যালয় থেকে ছুটিতে এসে তারা ঈশ্বরদীর রূপপুর ও পাকশীতে বেড়াতে যাচ্ছিলেন।

এসময় আঁখি (২৪) নামে পাবনা এডওর্য়াড বিশ্ববিদ্যালয়েরে এক ছাত্রীসহ ৩ জন গুরুতর আহত হন। আহতদের টেবুনিয়া জেনারেলে হাসপাতালে র্ভতি করা হয়। আঁখি ঈশ্বরদীর সলমিপুর ডিগ্রি কলেজের সম্মুখের বাসন্দিা দুলাল হোসনেরে মেয়ে। তার ডান পায়ের দুই জায়গায় ভেঙে গছে। তাকে পরর্বতীতে রাজশাহী মেডিকেলে কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়ছে।

পাকশী হাইওয়ে পুলিশের উপ-পরর্দিশক (এসআই) বলাল হোসনে বলনে, ঘটনাস্থলে পুলিশের টমি কাজ করছ। মরাদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে রাখা হয়ছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ না থাকলে মরাদেহ হস্তান্তর করা হব। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।