রাজশাহীতে জামায়াত-শিবিরের  মিছিল থেকে আটক ২

রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে আটক ২

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর গ্রেটার রোড এলাকায় ঝটিকা মিছিলটি বের করেন জামায়াত শিবিরের নেতা-কর্মীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজন আটক হন।

আরও পড়ুনঃ  নগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

আকটকৃতরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন মইনুল হকের ছেলে রাশেদুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আখতারুজ্জামানের ছেলে মোবারক হোসেন। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  বাঘায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

তিনি বলেন, ‘বিকেলে ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবিরের কর্মীরা। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মিছিল থেকে তাড়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুনঃ  আমরা উড্ডয়ন শুরু করে ফেলেছি, নামার সুযোগ নেই : পরিসংখ্যান সচিব

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *