• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘চুরি হওয়া’ ট্রাকে মরদেহ

প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৩৭

‘চুরি হওয়া’ ট্রাকে মরদেহ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপের ‘চুরি হওয়া’ ট্রাকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। শনিবার বিকালে রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দর এলাকায় সড়কের পাশে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ট্রাকের কেবিন থেকে এই মরদেহটি উদ্ধার করে।

এই ট্রাকটি চুরি হয়েছে দাবি করে শুক্রবার রাতে নাটোর সদর থানায় নাবিল গ্রুপের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নাবিল গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, রাজশাহী থেকে টিসিবির ১৪ লাখ টাকার পণ্য নিয়ে ট্রাকটি গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। এই ট্রাকের চালকের বাড়ি নাটোরে।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই : রাজশাহীতে আইন উপদেষ্টা

কুমিল্লা যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে নাটোরের কান্দিভিটা এলাকায় ট্রাকটি রেখে চালক ও হেলপার নিজ নিজ বাড়ি চলে যান। সকালে এসে চালক আর ট্রাক পাননি বলে তিনি নাবিল গ্রুপকে জানান। তবে ট্রাক চুরির সন্দেহে এই মামলায় চালক-হেলপারকেই আসামি করা হয়।

আরও পড়ুনঃ  একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই : আইজিপি

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘ট্রাকটি আমরা খোঁজাখুঁজি করছিলাম। এরমধ্যেই রাজশাহীর এয়ারপোর্ট থানার মাধ্যমে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এবং ভেতরে একটি মরদেহ থাকার ব্যাপারে খবর পাই। পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘ট্রাক চুরির মামলায় আসামি করা হলে চালককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। হেলপারকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ট্রাকে কীভাবে কার মরদেহ এলো সেটিও তদন্ত করা হচ্ছে।’

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধারের সময় ট্রাকে মালামাল পাওয়া যায়নি। ঘটনাস্থলে এয়ারপোর্ট থানা এবং নাটোর সদর থানা পুলিশ কাজ করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।’

আরও পড়ুনঃ  দেশের প্রথম শহীদ মিনারের স্বীকৃতি দেওয়া হোক: ভাষাসৈনিক আখুঞ্জি

বিষয়টি নিয়ে জানতে চাইলে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন বলেন, ‘ট্রাক চুরি হয়েছিল, এ নিয়ে মামলাও করা হয়। তবে বিস্তারিত আমি বলতে পারব না।’

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675