• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সেই ৪র্থ শ্রেণির ছাত্রীর পাশে দাঁড়াল র‍্যাব

প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ৫:০৩

সেই ৪র্থ শ্রেণির ছাত্রীর পাশে দাঁড়াল র‍্যাব

স্টাফ রিপোর্টার: নাটোরে গুরুদাসপুরে প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে কন্যা সন্তান জন্ম দেওয়া চতুর্থ শ্রেণির সেই স্কুলছাত্রীর পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের নারী কল্যাণ সমিতি।

রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ রাজশাহীর (সিও) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার গুরুদাসপুরে উত্তর নারীবাড়ি গ্রামে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পরিবারটির হাতে নগদ ৫০ হাজার টাকা ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় ওই স্কুলছাত্রীর দাদি অনুদান সামগ্রী গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  বিডিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে লেফট্যানেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, এই ঘটনা আমাদের সামাজিক অবক্ষয়ের ভয়ংকর রকমের বার্তা দেয়। আমরা অপরাধীকে আইনের আওতায় আনলেও একটি শিশু এবং একটি পরিবার সারাজীবন এর দাগ বয়ে বেড়াতে হবে।

তিনি বলেন, এই পরিবারটির যেকোনো সমস্যায় র‍্যাব পাশে থাকবে। সেই সঙ্গে পরিবারটি যাতে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন না হয় সেজন্য এলাকাবাসীকেও মানবিকতা প্রদর্শন করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিপিসি-২ নাটোর ক্যাম্পের অধিনায়ক মেজর আশিকুর রহমান, স্কট কমান্ডার নুরুল হুদা‌ প্রমুখ।

আরও পড়ুনঃ  সোমবার শেষ হচ্ছে রাবির একুশে বইমেলা

প্রসঙ্গত, গত (২ সেপ্টেম্বর) দুপুরে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৪র্থ শ্রেণির স্কুল ছাত্রী এক কন্যা সন্তানের জন্ম দেন।

এর আগে গত ১০ মাস পূর্বে ভুক্তভোগী ৪র্থ শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে প্রতিবেশী দাদা জাহিদুল ইসলাম ওরফে জাহিদুল খাঁ তার ভ্যানে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণ করেন।

বিষয়টি জানাজানি হলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন জাহিদুল। ঘটনার সাত মাস পর শিশুটির শারীরিক পরিবর্তন হলে বিষয়টি চাচির নজরে আসে। তিনি স্থানীয় একটি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে গর্ভে সন্তান থাকার বিষয়টি জানতে পারেন। পরে শিশুটি সব খুলে বললে চলতি বছরের ১৮ জুন শিশুটির দাদি বাদী হয়ে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরে গত ২৫ আগস্ট রাতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা এলাকা থেকে অভিযুক্ত জাহিদুল ইসলামকে (৫৮) গ্রেপ্তার করে র‍্যাব।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675