Home রাজনীতি বাগমারায় সরকারের উন্নয়ন নিয়ে তৃনমূল আ’লীগের মিছিল সমাবেশ অনুষ্ঠিত

বাগমারায় সরকারের উন্নয়ন নিয়ে তৃনমূল আ’লীগের মিছিল সমাবেশ অনুষ্ঠিত

বাগমারায় সরকারের উন্নয়ন নিয়ে তৃনমূল আ’লীগের মিছিল সমাবেশ অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : সরকারের নানামূখী উন্নয়ন ও সাফল্য তুলে ধরে রাজশাহীর বাগমারায় তৃনমূল আওয়ামীলীগের উদ্যোগে রোববার (১০ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভা এলাকা হতে আলাদা আলাদা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর, ডাক বাংলো, শহীদ মিনার চত্বরে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। সেখান থেকে একটি গন মিছিল উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা।

সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সভাপতি এবং ১৯৯৬ সালে বাগমারা-মোহনপুর নির্বাচনী আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য ও সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড. পি এম শফিকুল ইসলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান প্রমুখ।

গণমিছিলে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার কয়েক হাজার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, বাগমারার সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক কে আগামী নির্বাচনে প্রতিহতের ঘোষনা দিয়ে তৃণমূল আওয়ামী লীগ এর ব্যানারে একটি শক্ত বলয় তৈরী করে আ’লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here