স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়ন করতে নির্দেশনা দিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। পাশাপাশি কিউএস র্যাকিংয়ে অগ্রগতির বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা ও সম্প্রসারণ দপ্তর এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) এক সমন্বয় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
রুয়েটের কিউএস র্যাকিং কমিটির সভাপতি এবং গবেষণা ও সম্প্রারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। সভায় রুয়েটের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডীন, দপ্তর প্রধান, বিভাগীয় প্রধানেরা অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।