Home রাজশাহী বিএমডিএ শুদ্ধাচার পুরষ্কার পেলেন ২৬ কর্মকর্তা-কর্মচারী

বিএমডিএ শুদ্ধাচার পুরষ্কার পেলেন ২৬ কর্মকর্তা-কর্মচারী

বিএমডিএ শুদ্ধাচার পুরষ্কার পেলেন ২৬ কর্মকর্তা-কর্মচারী

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ২৬ জন কর্মকর্তা-কর্মচারী শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন। সোমবার বিএমডিএর সদর দপ্তরের সম্মেলন কক্ষে আগস্ট মাসের মাসিক সভায় তাদের হাতে শুদ্ধাচার পুরষ্কার তুলে দেওয়া হয়। সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রশীদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থবছরের জন্য বিভিন্ন পদে ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীকে শুদ্ধাচার পুরষ্কার দেওয়া হয়। এছাড়া বিএমডিএর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, আবুল কাসেম, জাহাঙ্গীর আলম খান, সচিব মোহা. যোবায়ের হোসেন, চলতি দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, শিবির আহমেদ, সমসের আলী, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here