নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সন্ধ্যা ৬:৪৬। ১১ মে, ২০২৫।

সরকারী জায়গায় হচ্ছে দোকান

সেপ্টেম্বর ১২, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতা সরকারী জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই দোকান নির্মাণ হলে বাজারের মসজিদে যাতায়াতের একটি পথ বন্ধ হয়ে যাবে। তাই স্থানীয় মুসল্লিরা দোকানের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী বাজার জামে মসজিদের পাশে দোকানটি নির্মাণ করা হচ্ছে। কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামা ও তাঁর ভাই শরিয়ত উল্লাহ দোকানটি স্থানীয় এক ব্যবসায়ীকে নির্মাণ করে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কাটাখালী বাজার কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘কয়েকদিন আগে বাজারের মসজিদের যাতায়াতের একটি পথে একটি দোকান নির্মাণ কাজ শুরু হয়। ড্রেনের পাশে সরকারী জায়গায় এই দোকান নির্মাণ করা হলে মসজিদে যাতায়াতের একটি পথ বন্ধ হয়ে পড়বে। এ জন্য মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমিসহ অন্য মুসল্লিরা গিয়ে কাজ বন্ধ করেছি।

তিনি বলেন, ‘কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামা ও তার ভাই শরিয়ত উল্লাহ দোকানটি নির্মাণ করছেন। আবু সামা মসজিদ কমিটির সভাপতিও। শুনেছি, কাটাখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বোরহান উদ্দিনের এক নিকটাত্বীয়র জন্য দোকানটি নির্মাণ করা হচ্ছে। দোকানটি তাকে করে দিয়ে মোটা অংকের টাকা নেওয়া হবে। এ জন্য আমরা বাধা দিলেও উল্টো কমিটির সভাপতি আবু সামা দোকান নির্মাণের পক্ষে কথা বলছিলেন। আমাদের বাধায় আপাতত কাজ বন্ধ থাকলেও যে কোন সময় শুরু হতে পারে।’

জানতে চাইলে কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামা বলেন, ‘আমি কেন দোকান নির্মাণ করতে যাব? ওটা কি আমার বাপের জমি? সরকারী জায়গায় আমি কোন দোকান করছি না। আমার ভাই শরিয়ত উল্লাহ বিষয়টা জানেও না। দোকান নির্মাণের কাজ বন্ধ করার সময় ঝামেলা হচ্ছিল। মসজিদ কমিটির সভাপতি হিসেবে আমি সেখানে গিয়েছি।’

এই দোকান নির্মাণের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার বলেন, ‘প্রথম কথা হলো এটা সরকারী জায়গা। আর দ্বিতীয় কথা মসজিদের চলাচলের পথ বলে এখানে বিশাল জনস্বার্থ জড়িত। তাই দোকান নির্মাণ পুরোপুরি বন্ধ না করা হলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।