• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এক রাতে আমরা গরীব হই, মায়ের গয়নাও বিক্রি করতে হয়

প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ২:১৯

এক রাতে আমরা গরীব হই, মায়ের গয়নাও বিক্রি করতে হয়

অনলাইন ডেস্ক: বলিউডের প্রভাবশালী কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান। একাধিক সুপারহিট সিনেমা নির্মাণ থেকে রিয়েলিটি শো-এর বিচারক কিংবা সঞ্চালকের ভূমিকাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি একটি প্রডকাস্ট শো-তে ফারাহ জানিয়েছেন, বর্তমান অবস্থানে উঠে আসার আগে কতটা কষ্টে দিন পার করতে হয়েছে তাকে।

ফারাহর বাবা কামরান খান ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা, যিনি বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন। তবে এই পরিচালকের তৈরিকৃত একটি সিনেমা ফ্লপ হওয়ার কারণে রাতারাতি পথে বসতে হয় পুরো পরিবারকে।

আরও পড়ুনঃ  সাদী আমার জীবনের জন্য আশীর্বাদ : পরীমণি

সেই ঘটনার কথা উল্লেখ করে ফারাহ বলেন, ‘আমরা রাতারাতি ব্যর্থতা দেখেছি। ছবিটি শুক্রবার মুক্তি পেয়েছিল এবং শনিবারের মধ্যে তা চলে আসে প্রেক্ষাগৃহের বাইরে। রবিবার আমরা সর্বস্বান্ত। বাবা সেই ছবির জন্য মায়ের গয়না বন্ধক রেখেছিলেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে ছবিটি ভালো চলবে। কিন্তু সেটি হয়নি।’

আরও পড়ুনঃ  নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

এই ঘটনার প্রভাব পড়েছিল বাবার ব্যক্তিগত জীবনেও। ওই ছবির পর থেকে মারা যাওয়ার আগপর্যন্ত প্রায় ১৩ বছর তার হাতে কোনও কাজ ছিল না। সিনেমার ব্যর্থতায় একপর্যায়ে বাবা মদ খাওয়া শুরু করেন- যোগ করেন ফারাহ।

সেই সময়ের কষ্টের কথা স্মরণ করে এই কোরিওগ্রাফার বলেন, ‘আমাদের বাড়িতে কিছুই ছিল না। আমরা ঘরের দরজা খোলা রেখে ঘুমাতাম, যাতে কেউ এলে কিছু দিয়ে যায়। কারণ নিয়ে যাওয়ার মতো কিছুই ছিল না। আজ যখন নিজের বিলাসবহুল বাড়ি দেখি, তখন বিশ্বাস করতে পারি না যে এটা আমারই বাড়ি।’

আরও পড়ুনঃ  মেয়ের চেয়েও কম বয়সী নায়িকার প্রেমে গোবিন্দ, সে কারণেই বিচ্ছেদ?

ক্যারিয়ারে ‘ওম শান্তি ওম’, ‘ম্যায় হুঁ না’র মতো ছবি ভক্তদের উপহার দিয়েছেন ফারাহ। কাজ করেছেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন থেকে শুরু করে বলিউডের সব বড় বড় তারকাদের সঙ্গে।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675