স্টাফ রিপোর্টার: রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের অংশগ্রহণে পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে রাজশাহীতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। সভায় রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের উন্নয়ন ও সেবা কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কোর্স পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন এনআইএলজির যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্না, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম প্রমুখ বক্তব্য দেন। এ কোর্সে অংশগ্রহণে খুলনা সিটির ৪১ জন কাউন্সিলর রাজশাহী আসেন।