নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৬:৫২। ১১ মে, ২০২৫।

চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম এম এ তালেব মন্ডল ওরফে বাচ্চু। রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদর থেকে বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল। তালেব মন্ডলের বাড়ি পাশর্^বর্তী পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামে। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর সহকারী কমান্ডার তৌফিক আহমেদ জানান, আদালতে তালেব মন্ডলের এক বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার করে তাকে পুঠিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।