ঢাকাThursday , 14 September 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের ফাঁসি

Asha Mony
September 14, 2023 6:06 pm
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি ঃ জয়পুরহাটে রূপালী (১৬) নামের এক কিশোরী হত্যা মামলায় প্রেমিক সাজাদুল ইসলামের ফাঁসি দিয়েছেন আদালত।একিসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর-২০২৩) আনুমানিক দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত সাজাদুল ইসলাম জেলার আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী পশ্চিমপাড়া গ্রামের সাহাদুলের ছেলে ।
জয়পুরহাট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের সাথে আসামি সাজাদুলের চার একর খাসজমি নিয়ে শত্রুতা চলছিল। এজন্য আসামি কৌশলে জলিলের মেয়ে রূপালীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার এক পর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে রূপালীকে ফোনে ফুসলিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সাজাদুল। পরে তাকে নদীর পাড়ে নিয়ে মারপিট করে হাত-পা বেঁধে হত্যা করেন।এর পরে কেরোসিন ঢেলে মরদেহ আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে পালিয়ে যান।
পরেরদিন সকালে রূপালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আর এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একই সালের ৫ মে আক্কেলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।