ঢাকাFriday , 15 September 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আলু ও পেঁয়াজের মূল্য তালিকা প্রর্দশন না করায় , ২ ব্যবসায়ীকে জরিমানা

Somoyer Kotha
September 15, 2023 10:08 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সরকার কর্তৃক নির্ধারিত পেঁয়াজ, আলু ও ডিমের দাম নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সাহেব বাজার এলাকায় বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আলু ও পেঁয়াজের মূল্য তালিকা প্রর্দশন না করায় দুই দোকানিকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী সোনার দেশকে বলেন, গতকাল (বৃহস্পতিবার) সরকার আলু ও পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দিয়েছে। সেটি নিশ্চিতের জন্যই আজকে বাজারে অভিযান চালানো হয়েছে। সরকারের আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, আজকের অভিযানে আলু ও পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় মের্সস টুটুল এন্টারপাইজকে ৫শো টাকা ও অমিন টেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।