• ঢাকা, বাংলাদেশ
  • ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিপজ্জনক জুটি ভাঙলেন সাকিব

প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫০

বিপজ্জনক জুটি ভাঙলেন সাকিব

অনলাইন ডেস্ক: ভারতের ৪ উইকেট চলে যাওয়ার পর বাংলাদেশের সামনে শুভমান গিলের মতো ভয়কংর হয়ে উঠতে থাকেন সূর্যকুমার যাদব। তারা দুজনে ৩৪ বলে ২৬ রান করে সাকিবের বলে বোল্ড হন সূর্য। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৫ রান নিয়ে ব্যাট করছেন গিল। ৫ উইকেটে ভারতের রান ১৪১। তাকে সঙ্গ দিতে নেমেছেন রবীন্দ্র জাদেজা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোয় আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা দারুণভাবে রাঙান তানজিম সাকিব। ব্যাটিংয়ে নেমে ভারতের শক্তিশালী বোলিং লাইনের বিপক্ষে খেলেন ৮ বলে ১৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। বোলিংয়েও শুরুতেই তার ঝলক। প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফেরান ডানহাতি এই পেসার।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ম্যাচের ১০ দিন আগেই ভেন্যুতে ভারত, ঘাম ঝরাচ্ছেন ছেত্রীরা

তানজিমের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে কাভার পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। নিজের পরের ওভারে আবারও ঝলক দেখান তানজিম। এবার তিলক ভার্মাকে সাজঘরের পথ দেখিয়েছেন এই পেসার। ভারতের ইনিংসের তৃতীয় ওভারে দুর্দান্ত এক ইনসুইংগারে তিলককে আউট করেন সাকিব। অফ স্টাম্পের বাইরে দিয়ে যাবে ভেবে বল ‘লিভ’ করতে গিয়ে বোল্ড হন তরুণ এই ব্যাটার।

আরও পড়ুনঃ  স্টুপিড স্টুপিড স্টুপিড, গাভাস্কারকে নকল করলেন পান্ত!

ভারত ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছিল শুভমান গিল ও লোকেশ রাহুলের ব্যাটে। দুজনে মিলে গড়ে তোলেন ৫৭ রানের জুটি। সেই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শেখ মেহেদী। শামিম হোসেনের হাতে ক্যাচ দিয়ে রাহুল আউট হন ৩৯ বলে ১৯ রান করে।

গিল ও ইশান কিশান বড় জুটি গড়ার আগেই আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। তার শিকারে পরিণত হন কিশান। ১৫ বল খেলে ৫ রান করেন ভারত ব্যাটার।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়লেও টাইগারদের পথ দেখান অধিনায়ক সাকিব আল হাসান এবং তাওহীদ হৃদয়। সাকিব ৮০ রান করে ফিরলে হৃদয় ফেরেন ৫৪ রানে। এরপর বাংলাদেশকে টেনে নিয়ে যান নাসুম আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪৪ রান করার পথে তাকে সঙ্গ দেন শেখ মেহেদী এবং তানজিম সাকিব। মেহেদী ২৯ ও তানজিম করেন ১৪ রান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675