• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • newsgonodhoniprotidin@gmail.com
  • +88-01727-202675

রুয়েটে মঞ্চ বানাতে গিয়ে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিদায় অনুষ্ঠানের মঞ্চ বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। সেখানে রুয়েটের ১৭ সিরিজের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুতের কাজ চলছিল।

নিহত ইলেকট্রিক মিস্ত্রীর নাম এরশাদ আলী (৪৫)। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়। নগরীর মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রুয়েটে বিদায় অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুতের সময় বিদ্যুতায়িত হন এরশাদ আলী। এ সময় অন্যান্য শ্রমিকেরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675