স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে। আরএমপির ডিবি পুলিশ ২৯ লিটার দেশী মদ ও ১ বোতল কেরু মদসহ ৪ ব্যক্তিকে ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।
ডিবি পুলিশশের হাতে গ্রেপ্তার আসামিরা হলেন- পবা থানার নওহাটা হালদার পাড়ার শ্রী বিশ্বনাথ হালদারের ছেলে শ্রী দিলিপ কুমার হালদার(৪৮), একই থানার শ্রীপুরের মো: কাজেম সরকারের ছেলে মো: হাসেম আলী (৩৮), নওহাটা বাজারের মৃত আলহাজ্ব কাজীম উদ্দিনের ছেলে মো: কামরুল হাসান (৪৫) এবং শাহ্মখদুম থানার নওদাপাড়ার মৃত ডা: আব্দুর রহমানের ছেলে মো: আতাউর রহমান (৪৫)।
এদিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আসামি হলেন মো: রাকিব আলী (২৩)। সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাজারদিয়া পূর্বপাড়ার মো: আসলাম উদ্দিনের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ডিবি পুলিশ পবা থানার নওহাটা হালদার পাড়া হতে মদ সেবন করা অবস্থায় আসামি হাসেম আলী, কামরুল হাসান ও আতাউর রহমানকে গ্রেফতার করে এবং আসামি দিলিপ কুমার হালদারকে ২৯ লিটার দেশী মদ ও ১ বোতল কেরু মদসহ গ্রেফতার করে।
অপর দিকে সন্ধ্যায় কশিয়াডাঙ্গা থানা পুলিশ সায়েরগাছা এলাকা হতে আসামি রাকিব আলী ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র পবা থানা ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।