• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যুতে উপাচার্যের শোক

প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪১

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যুতে উপাচার্যের শোক

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ^বিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ কামাল মোস্তফা (৭৫) মৃত্যুতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণায় অধ্যাপক সৈয়দ কামাল মোস্তফার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুনঃ  চারঘাটের নদী ভাঙ্গন হুমকির মুখে, চন্দনশহর নদী তীরবর্তী এলাকা

উল্লেখ্য অধ্যাপক সৈয়দ কামাল মোস্তফা সোমবার ভোর ছয়টায় স্থানীয় পদ্মা আবাসিক এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তিনি ১৯৭২ সালে রাজশাহী বিশ^বিদ্যালয় অধ্যাপনায় যোগ দেন ও ২০১৪ সালে অবসর গ্রহণ করেন। বাদ আসর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাযে জানাযা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675