খারাপ সময় কাটাচ্ছেন পার্নো মিত্র

খারাপ সময় কাটাচ্ছেন পার্নো মিত্র

বিনোদন ডেস্ক : তারকাদের জীবন নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। তাদের পরিবারে কারা আছেন, ব্যক্তিগত জীবনে কেমন? এমন প্রশ্নই আসে মনে। অনেকের আবার এমনও ধারণা, অভিনেতাদের জীবনও খানিকটা সিনেমারই মতোই। কিন্তু বাস্তবে আদতে সেটা ঘটে না। জীবনের কঠিন মুহূর্তের কথাই প্রকাশ্যে ভাগ করে নিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র।

টলিপাড়ার জনপ্রিয় মুখ পার্নো। যদিও অনেক দিন হলো বড় পর্দায় বা কোনো ওয়েব সিরিজে দেখা যায়নি তাকে। ক্যামেরার সামনে দেখে তার জীবন যতটা সহজ মনে হয়, আসলে পার্নোর জীবন ততটাও সহজ নয়। তার কাঁধে যে বিশাল দায়িত্ব সেই কথাই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে ভাগ করে নিলেন। মা দৃষ্টি হারিয়েছেন, বাবা মারা গিয়েছেন অনেক দিন হলো।

আরও পড়ুনঃ  নববর্ষ নিয়ে স্বস্তিকার আবেগঘন পোস্ট

পার্নো বলেন, আমার কাঁধে অনেক দায়িত্ব। বাবা মারা যাওয়ার দু’মাস আগে মা পড়ে যায়। তারপর থেকে আর উঠতে পারে না। নতুন বাড়ি কিনলাম। গৃহপ্রবেশের দিন থেকে মা আর চোখে দেখতে পাচ্ছে না। চিকিৎসক বললেন, স্নায়ুজনিত রোগ, ঠিক হবে না। সব মিলিয়ে আমার অনেক চাপ। আমি আর আমার মামাতো বোন মিলে সামলাচ্ছি সবটা।

আরও পড়ুনঃ  পরীমণির দুই ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

পার্নো অভিনীত ‘বনবিবি’ নামক ছবিটি মুক্তির অপেক্ষায়। ‘সুনেত্রা সুন্দরম’ নামক ছবিটির শুটিংও শেষ হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন পার্নো। নয়াদিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানও করেছিলেন। কিন্তু তারপর তাকে খুব বেশি রাজনীতির ময়দানে দেখা যায়নি। সেই সময় তার সঙ্গে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর বন্ধুত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও তাদের সম্পর্কের মাঝে রাজনীতির কখনো অন্তরায় হয়ে দাঁড়ায়নি। একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছেন তারা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *