অনলাইন ডেস্ক: বৃষ্টি ভেজা মাঠে বোলিংয়ের শুরুটাও দুর্দান্ত হলো বাংলাদেশের। দুই পেসার মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ চমৎকার বল করছেন। টাইগারদের প্রথম সফলতা এনে দিলেন কার্টার মাস্টার মোস্তাফিজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ ওভারে এক উইকেটে ১৭ রান।
ভিজা মাঠের সুবিধা কাজে লাগিয়ে পেসারদের দিয়ে কিউই ব্যাটসম্যানদের চেপে ধরার চেষ্টা করবেন লিটন দাশ।
এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে হেরে বোলিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ।
আজকের ম্যাচে কিছুটা চোট থাকায় একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন।
এছাড়া বাংলাদেশের একাদশে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে থাকা নুরুল হাসান সোহানকে বসানো হয়েছে, সেই জায়গায় বাড়ানো হয়েছে একজন পেসার। দলে ফিরেছেন গতকাল স্কোয়াডে যুক্ত হওয়া পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, নিউজিল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন আসেনি।
লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মাহেদী হাসান, তানজিম হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ মোস্তাফিজুর রহমান।