স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদস্যরা যেখানে দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন, সেখানেই পাবেন টাটকা খাবার। এ জন্য আরএমপিতে যুক্ত করা হলো ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’।
রোববার দুপুরে আরএমপি পুলিশ লাইন্সে এই ভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যানের মাধ্যমে এখন থেকে পুলিশ সদস্যরা তাদের ডিউটি পোস্টে গরম ও মানসম্মত খাবার পাবেন। ফলে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে।’ তিনি বলেন, খুব শিঘ্রই আরএমপিতে স্মার্ট কিচেনও চালু করা হবে। সেখানে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হবে।
এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।