• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি

প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ৯:২৭

নগরীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে রাজশাহী শহরের নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে নামে ঝুম বৃষ্টি। মেঘের গর্জন আর বজ্রপাতের মধ্য দিয়ে একটানা বৃষ্টি চলে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সকাল থেকে ছিটেফোটা বৃষ্টি হয়েছে। তবে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ঝুম বৃষ্টি হয়েছে। এই সময়ের মধ্যে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটিই চলতি বর্ষা মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ বৃষ্টিপাত।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান জানান, ২৪ ঘণ্টায় ২২ থেকে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাত ধরা হয়। রোববার রাজশাহীতে এ রকম বৃষ্টিপাত হয়েছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর ৩০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
বৃষ্টির পর নগরীর বর্ণালী মোড় এলাকায় গিয়ে দেখা যায়, প্রধান সড়কটিতে হাঁটুসমান পানি জমেছে। বর্ণালী মোড় থেকে সাহেবাবাজারের দিকে নেমে যাওয়া রাস্তাটিতে একগলা পানি জমে ছিল। বর্ণালী মোড় থেকে পূর্বে কাদিরগঞ্জ হয়ে দড়িখড়বোনা-রেলগেট সড়কেও হাঁটুসমান পানি জমে ছিল।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

এছাড়া নগরীর লক্ষ্মীপুর, উপশহর, ভদ্রাসহ মূল শহরের বাইরের এলাকাগুলোতেও পানি জমে গেছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। নগরীর নওদাপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, তাদের এলাকায় সব গলিতে পানি জমে গেছে। একটু বৃষ্টি হলেই এ এলাকায় পানি জমে। সেই পানি কয়েকদিন ধরে দুর্ভোগের কারণ হয়ে থাকে।

আরও পড়ুনঃ  মান্দায় রাস্তা ছাড়াই দাঁড়িয়ে আছে ৩ কোটির টাকার সেতু

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, বর্ণালী মোড় এলাকাটি খুব নিচু। এ জন্য সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে। এখানে যেন পানি জমতে না পারে তার জন্য কী করা যায় সেটি নিয়ে তারা ভাবছেন। শহরের অন্যান্য এলাকায় জলাবদ্ধতা যেন না হয় তার জন্য একের পর এক নালা নির্মাণ করা হচ্ছে। এই কাজ চলমান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675