• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পবার সাইরপুকুর ও ভিমেরডাইং গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৪২

পবার সাইরপুকুর ও ভিমেরডাইং গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার: আমার গ্রাম, আমার দায়িত্ব, শিশুর জীবন হোক, বাল্যবিবাহ মুক্ত এই স্লোগানকে রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের সাইরপুকুর ও দামকুড়া ইউনিয়নের ভিমেরডাইং গ্রামকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে।

শনিবার বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা অনুষ্ঠানে হুজুরীপাড়া সাইরপুকুর মোড় মাঠ প্রাঙ্গনে শিশু সুরক্ষা কমিটি, ভিজিল্যান্স টিম, শিশু ফোরাম ও ভিডিসির আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সহযোগিতায় সাইরপুকুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রাফিউল ইসলামের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা।

আরও পড়ুনঃ  বাগমারায় কৃষকের ছয় বিঘা জমির সেচ অনিশ্চয়তার মুখে

ওয়ার্ল্ড ভিশন পবা এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক এর সার্বিক তত্বাবধানে ও সহায়তাকারী শিমু আরজু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নাহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাদিউজ্জামান, দারুসা দাখিল মাদ্রাসার এসিস্টেন্ট সুপার সিরাজুল ইসলাম, কর্নাহার থানা সাব-ইন্সপেক্টর সাবিনা ইয়াসমিন, দারুসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার আশরাফুল ইসলাম ও মহিলা মেম্বার নাজমা বেগম।

আরও পড়ুনঃ  বদলগাছীতে জাতীয় ভোটার দিবস পালিত

একই দিনে দামকুড়া ইউনিয়নের ভিমেরডাইং গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণা করা হয়। শিশু সুরক্ষা কামিটি, ভিজিল্যান্স টিম, শিশু ফোরাম ও ভিডিসির আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সহযোগিতায় ভিমেরডাইং শিশু সুরক্ষা কমিটির সভাপতি আনারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।

ওয়ার্ল্ড ভিশন পবা এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার সুজন ডেভিড গ্রেগরী সার্বিক তত্বাবধানে ও ভিডিসি সভাপতি আজিজুল আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দামকুড়া থানার সাব ইন্সপেক্টর করিম, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক গোলাম মুর্তজা বাদশা প্রমুখ।

আরও পড়ুনঃ  রিকশাচালককে জুতাপেটা করে বরখাস্ত হলেন সমাজসেবা কর্মকর্তা

এসব অনুষ্ঠানে অংশগ্রহন করেন প্রায় দেড় হাজার শিশু, অভিভাবক, শিশু ফোরাম, ইয়ুথ ফোরামের সদস্য ও নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ভিমেরডাইং গ্রামের দুই শতাধিক অভিভাবক তাদের ছেলে মেয়েদের বাল্য বিবাহ দিবেন না বলে অঙ্গিকার করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675