সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নিজ সভা কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সভাপতিত্বে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান। মাসিক সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ, ২০২২-২০২৩ অর্থবছরের এডিপি ও রাজস্ব বরাদ্দে গৃহীত প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রকল্প গ্রহণ সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আলোচনা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, পরিষদের সকল সদস্যদের নিয়ে জেলা পরিষদকে অনেক গতিশীল করেছি। এখন জেলা পরিষদের উন্নয়ন দৃশ্যমান । আপনাদের সাথে নিয়ে জেলা পরিষদের উন্নয়নের ধারা অব্যাহত রেখে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে জেলা পরিষদ ভূমিকা রাখবে।
মাসিক সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার, দূর্গাপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, কাটাখালি পৌর ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত, সদস্য-২ (তানোর) ও প্যানেল চেয়ারম্যান-১ মো: মাইনুল ইসলাম, সদস্য-৫ (দূর্গাপুর) মো: আবুল কালাম আজাদ, সদস্য-৩ ( পবা ও সিটি কর্পোরেশন) মো: তফিকুল ইসলাম, সদস্য-৪ ( মোহনপুর) দীলিপ কুমার সরকার, সদস্য-৭ ( পুঠিয়া) মো: আসাদুজ্জামান মাসুদ, সদস্য-৮ (চারঘাট) মো: জনাব আলী, সদস্য-৬ ( বাগমারা) মোঃ আবু জাফর প্রাং, সংরক্ষিত সদস্য-১ ( গোদাগাড়ী, তানোর ও পবা) শিউলী রানী সাহা, সংরক্ষিত সদস্য-৩ ( পুঠিয়া, চারঘাট ও বাঘা) মোসা: সাজেদা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী এজাজুল আলম, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত হিসাবরক্ষক এস এম আল মতিন, সার্ভেয়ার আলিফ আলী, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।