• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নতুন রেকর্ড বুকে রিয়াদ

প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৫:০৩

নতুন রেকর্ড বুকে রিয়াদ

অনলাইন ডেস্ক: কিউইদের বিপক্ষে সিরিজটা খুব বেশি ভাল যাচ্ছেনা বাংলাদেশের। মাঠের ভেতরে এবং বাইরে বিভিন্ন বিতর্কিত কাণ্ডেই কাটছে সময়। বিশ্বকাপের দল গঠন নিয়ে যেমন বিপর্যস্ত অবস্থা, তেমনি মাঠের ক্রিকেটেও খুব বেশি আলো ছড়াতে পারছেন না টাইগার ক্রিকেটাররা। তবে এরইমাঝে ব্যক্তিগত মাইলফলক স্পর্ষ করেছেন রিয়াদ। বিশ্বকাপের আগে যা তার ব্যক্তিগত অর্জনের খাতা ভারি করেছে।

এই রেকর্ড অবশ্য হয়ে যেতে পারতো আগের দিনেই। দেশের হয়ে ওয়ানডেতে ৫ হাজার রান করতে রিয়াদের দরকার ছিল আর মাত্র এক রান। তবে কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনি ফিরেছেন ৪৯ রানে। সেদিন অবশ্য বাংলাদেশের হয়ে চতুর্থ ব্যাটার হিসেবে ১০ হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন তিনি। আর আজ লিখলেন নতুন আরেক রেকর্ড।

আরও পড়ুনঃ  ‘জোড়াতালির' অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্ষ করেছেন রিয়াদ। তার আগে কেবল তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমই আছেন এই তালিকায়। সাইলেন্ট কিলার রিয়াদ আজ থেমেছেন ২১ রান করে। বর্তমানে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

ওডিআই ক্যারিয়ারে ১৯২ ম্যাচে ৩৫ দশমিক ৩৫ গড়ে ব্যাট চালিয়েছেন রিয়াদ। দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাট করতে দেখা গিয়েছে তাকে। ৭৬ এর বেশি স্ট্রাইকরেট রান করেছেন তিনি।

তবে এমন দিনে আরও একটি রেকর্ড হাতছাড়া হয়েছে বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের। ওয়ানডে ফরম্যাটে এক মাঠে দশম ব্যাটার হিসেবে ২ হাজার রান করার কীর্তি হতে পারতো তার। বর্তমানে মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়ামে ১ হাজার ৯৯৭ রান করেছেন রিয়াদ।

আরও পড়ুনঃ  লিনুর আত্মজীবনী প্রকাশ, ক্রীড়াঙ্গনের স্টল নেই বইমেলায়

বাংলাদেশের হয়ে এই মুহূর্তে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। সাবেক এই ওয়ানডে অধিনায়কের রান ৮ হাজার ৩৫৭। এরপরেই আছেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। তাদের রান যথাক্রমে ৭ হাজার ৪০৬ এবং ৭ হাজার ৩৮৪। চারে থাকা রিয়াদের রান ৫ হাজার ২০। তালিকার পাঁচে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়া আশরাফুলের রান ৩ হাজার ৪৬৮।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675