স্টাফ রিপোর্টার: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হয়। কিন্তু দীর্ঘ দিনেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি। এ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী অঞ্চলের সাধারণ শিক্ষা ক্যাডাররা।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী কলেজ শিক্ষক মিলনায়তনে রাজশাহী অঞ্চলের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়। সেখানে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদ সৃষ্টি, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ নানা দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির যুগ্ম মহাসচিব ড. ইলিয়াছ উদ্দিন।
তিনি বলেন, ‘শিক্ষায় জাতীয় লক্ষ্য অর্জনে এখন উপজেলা, জেলা ও অঞ্চলে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডারদের কর্মকর্তা হিসেবে নিয়োগ সময়ের দাবি। ইলিয়াছ উদ্দিন বলেন, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষাস্তর সংশ্লিষ্ট সকল দপ্তরের নবম গ্রেডের ওপরের সকল পদ শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত। এসব পদে শিক্ষা ক্যাডার কর্মকর্তা বাদে অন্য কারও পদায়নের সুযোগ নেই। কিন্তু সেটি হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা শিক্ষা ক্যাডার বহির্ভুতদের অপসারণের দাবী জানিয়েছি, কিন্তু সেটি করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫১২টি পদ শিক্ষা ক্যাডারের তফসিল বহির্ভূত করে নিয়োগবিধি চূড়ান্ত করা হয়েছে। এটি সুস্পষ্টতই শিক্ষা ক্যাডারের অস্তিত্বের ওপর আঘাত। আমরা এ সকল কর্মকান্ডকে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করার শামীল মনে করি। শিক্ষা ক্যাডারকে অন্ধকারে রেখে এই বিধি করার এখতিয়ার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নেই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজ অধ্যক্ষ মোহা. আব্দুল খালেক, নিউ গভ. ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আমেনা আবেদীন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনারুল হক প্রামানিক প্রমুখ।