• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মিমের সৌভাগ্যের মাস, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৪৯

মিমের সৌভাগ্যের মাস, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীর সিনে পর্দায় যাত্রা শুরু হয়েছিল হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে।

এতে অসাধারণ অভিনয় করে মীম সবার নজরে আসেন।
এর আগে অবশ্য মিমের ক্যারিয়ার শুরু। সেটা অবশ্য ২০০৭ সালের সেপ্টেম্বরে। সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি। এই আয়োজনের মুকুট জিতেছিলেন সেপ্টেম্বরের সাত তারিখ। সেই থেকেই সেপ্টেম্বর যেন তার সৌভাগ্যের মাস হয়ে গেছে।

আরও পড়ুনঃ  শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে : নুসরাত ফারিয়া

ক্যারিয়ারের মাত্র দুই বছরের মাথায় সুযোগ পান শাকিব খানের সঙ্গে অভিনয়ের। এই জুটির ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালের ২০ সেপ্টেম্বর। ওই সময়ে সিনেমাটি বেশ সাফল্য পেয়েছিল।

মিম অভিনীত অন্যতম প্রশংসিত সিনেমা ‘সাপলুডু’। এটি মুক্তি পায় ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর। শুধু তাই নয়, টলিউডের লোকাল প্রডাকশনে মিমের প্রথম সিনেমা ‘ইয়েতি অভিযান’। প্রসেনজিৎ, যিশুর মতো তারকার সঙ্গে অভিনয় করা সিনেমাটিও ভারতে মুক্তি পায় ২০১৭ সালের সেপ্টেম্বরে।

এমন বিভিন্ন কারণেই সেপ্টেম্বরকে নিজের সৌভাগ্যের মাস মনে করেন মিম। তার ভাষ্য, সেপ্টেম্বর সবসময় আমার জন্য একটি সৌভাগ্যের মাস ছিল! বিশেষ করে ৭ই সেপ্টেম্বর তারিখ, আমি লাক্স চ্যানেল আই সুপার স্টার হিসেবে আমার যাত্রা শুরু করেছিলাম।

আরও পড়ুনঃ  প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু : প্রভা

এই দীর্ঘ সময় পাশে থেকে সমর্থন দেওয়ায় ভক্তদের প্রতিও কৃতজ্ঞ এই অভিনেত্রী। তিনি বলেন, আমার পথচলা জুড়ে আমাকে সমর্থন করার জন্য আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ। আমি আশা করি, আগামীতেও আপনাদেরকে আরও অনেক প্রশংসনীয় কাজ উপহার দিতে পারবো!

এদিকে, বিশ্বের ১৮৪ প্রেক্ষাগৃহে ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমাটির অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন মিম। নির্মাতা দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি ও মিমের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে।

আরও পড়ুনঃ  সাদী আমার জীবনের জন্য আশীর্বাদ : পরীমণি

বলে রাখা ভালো, মুক্তির দিনেই রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে টিম ‘অন্তর্জাল’। সেখানে হাজির হন এর নির্মাতা, প্রযোজক ও শিল্পী-কুশলীরা। এই সিনেমায় অভিনয়ে মুগ্ধ হয়ে মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন একজন দর্শক। যা নায়িকা নিজেই জানান বিশেষ আয়োজনে।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675