স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে মিছিলটি বের করা হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাত্র কয়েক মিনিট স্থায়ী সমাবেশে জামায়াত নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। এসময় সেখানে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যরা উপস্থিত হওয়ার আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, জামায়াত আকস্মিকভাবে মিছিল ও সমাবেশ করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানের আগেই জামায়াতের নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।