স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুুধবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম হাফিজুল ইসলাম (৪০)। তিনি বাঘা উপজেলার হনুফা চাইপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু। তিনি জানান, ২০১৭ সালের ৪ এপ্রিল ৬০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন হাফিজুল ইসলাম। এরপর তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলার বিচার শেষে আদালত এই রায় ঘোষণা করলেন।