• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তিন ম্যাচে ৩৬ গোল, এশিয়ান গেমস

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৩০

তিন ম্যাচে ৩৬ গোল, এশিয়ান গেমস

অনলাইন ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) দুদ্দাড়িয়ে দৌড়চ্ছে ভারতের হকি দল (Indian Hockey Team)। তিন ম্যাচে ৩৬ গোল করে ফেললেন মনদীপরা। যে গতিতে ভারতীয় হকি দল প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছে তাতে এবার ভারতকেই সোনা জয়ের দাবিদার বলে মনে করা হচ্ছে।২০১৮ সালের গেমসেও ভারতকেই সোনা জয়ের জন্য ফেভারিট বলে ধরা হয়েছিল। কিন্তু সেবার ব্রোঞ্জ পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। সেই বছর সোনা জিতেছিল জাপান। বৃহস্পতিবার এশিয়ান গেমসের প্রিলিমিনারি গ্রুপে এই জাপানকেই ভারত হারাল ৪-২ গোলে। চতুর্থ কোয়ার্টারে জাপান দুটি গোল করে ব্যবধান কমায়।

আরও পড়ুনঃ  হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

প্রথম কোয়ার্টারের শেষের দিকে অভিষেক গোল করে ভারতকে প্রথমে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারের শেষে ওই ১-০ গোলেই এগিয়ে ছিল ভারতীয় দল। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের আক্রমণের ঝাঁজ বাড়তে থাকে। মনদীপ দ্বিতীয় গোলটি করেন ভারতের হয়ে। দ্বিতীয় গোবল হজম করার পরে চাপ বেড়ে যায় জাপানের উপরে। ভারতীয় দল নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে আক্রমণ শানানোর কাজ করছিল। অমিত রোহিদাস ভারতকে ৩-০ এগিয়ে দেন। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান তিনি। অভিষেক গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেই যাত্রায় জাপান গোলকিপার বাঁচিয়ে দেন অভিষেকের সেই প্রচেষ্টা। তৃতীয় কোয়ার্টারের শেষে ভারত ৩-০ গোলে এগিয়েছিল। চতুর্থ কোয়ার্টারে ফের গোল করে ব্যবধান বাড়ায় ভারত। নিজের দ্বিতীয় গোলটি করেন অভিষেক। জাপানের মিতানি ৪-১ করেন। কাতো দ্বিতীয় গোলটি করেন জাপানের হয়ে।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

এদিকে দলগত বিভাগের পর অশ্বারোহণের ব্যক্তিগত ইভেন্টেও পদক পেলেন অনুশ আগরওয়াল। কলকাতার ছেলে পেলেন ব্রোঞ্জ। তাঁর জন্যই দেশের পদক সংখ্যাও বাড়ল। ডাবলসে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন রোহন বোপান্না। মিক্সড ডাবলসে কিন্তু রোহন বোপান্না ও রুতুজা পদক নিশ্চিত করেন। কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৬-৩-এ ম্যাচ জেতেন বোপান্নারা। ডাবলসে রামকুমার রামানাথন ও সাকেতও পদক নিশ্চিত করেছেন। ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের টেনিস জুটি।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675