• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফাইনালেই চোখ ইমরানের

প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০২

ফাইনালেই চোখ ইমরানের

অনলাইন ডেস্ক: হাংজুর অলিম্পিক সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশের খানিকটা উচ্ছ্বাস। যদিও গেমসে কোনো পদক নিশ্চিত হয়নি, তবে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ওঠাও কম মর্যাদার নয়। অ্যাথলেট ইমরানুর রহমান সেমিফাইনালে ওঠে বাংলাদেশকে সেই উপলক্ষ এনে দিয়েছেন।

১০০ মিটার স্প্রিন্টের পাঁচ নম্বর হিটে ১০.৪৪ টাইমিং করে নিজ হিটে তৃতীয় এবং সব হিট মিলিয়ে তার অবস্থান ১৭তম। সেমিফাইনালে ওঠা ইমরানের চোখ ফাইনালে। ‘আমি ফাইনালে খেলতে চাই। আরও ভালো টাইমিং করতে হবে’, দৌড় শেষে হাপিয়ে ইমরান এমনটাই বলছিলেন মিক্সড জোনে।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

হিটে ১০.৪৪ টাইমিং নিয়ে ফাইনালে ওঠা অসম্ভব। সেটা ভালোই জানা ইমরানের। তাই টাইমিংটা আরও কমিয়ে আনতে চান আগামীকাল, ‘ফাইনাল খেলতে হলে মনে হয় অন্তত ১০.২০ করতে হবে। আমি সেই লক্ষ্যে

আগামীকাল স্থানীয় সময় বিকেলে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। হিট উত্তীর্ণ হওয়া ২৪ জন তিন হিটে অংশ নেবেন। প্রতি হিটের শীর্ষ ২ এবং অবশিষ্টদের মধ্যে ২ জন লড়বেন ফাইনালে। গত মাসে ইংল্যান্ডের স্থানীয় এক ক্লাব প্রতিযোগিতায় ইমরান ১০.১১ টাইমিংয়ে দৌড়েছেন। নিজের সেরা টাইমিং করতে পারলে প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়ান গেমসে ১০০ মিটারের পদকের লড়াইয়ে থাকবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। ২০২১ সালে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে তিনি আলোচনায় আসেন। আন্তর্জাতিক অঙ্গনে গত ২ বছরে বেশ কয়েকটি খেলায়ও অংশগ্রহণ করেছেন তিনি। এই বছর ৬০ মিটার এশিয়ান ইনডোরেও চ্যাম্পিয়ন হয়েছেন।

আরও পড়ুনঃ  জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশি ওপেনার

আন্তর্জাতিক অঙ্গনে আকস্মিকভাবে না দৌড়ানো এবং ফলস স্টার্টে বাদ পড়ার ঘটনা রয়েছে ইমরানের। আজ শুরুতেও এরকম কিছুরই পুনরাবৃত্তি হওয়ার শঙ্কা ছিল, ‘সাত নম্বর লেনে আমাকে কনুই দিয়ে বিরক্ত করছিল। জাজকে সেটাই বলছিলাম।’

সর্বশেষ সংবাদ

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
ভাঙ্গা ওরিয়েন্ট ক্লাবের কমিটি গঠন
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675