স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৯৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান ও রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিন্ডিকেট সদস্য পুরকৌশল অনুষদের ডীন ড. নিয়ামুল বারী, যন্ত্রকৌশল অনুষদের ডীন ড. রোকনুজ্জামান, আইআইসিটির পরিচালক ড. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়ালসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সচিবের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।