স্টাফ রিপোর্টার: বাড়ি-ঘর, গাছপালা, মুরগির খামার এমনকি ঝড়ের কবল থেকে রক্ষা পায়নি গরুও। এই ঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি। ভয়াবহ ঝড়ের এই তান্ডব ঘটেছে রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের লালোইচ গ্রামে।
ঝড়ের তান্ডবে পড়ে গেছে মেহগুনি ও আমসহ বেশ কিছু গাছ, নষ্ট হয়েছে ১৮ শতক পানির বরজ ও ১৩ শতক কৃষি জমির পটলের ক্ষেত, ভেঙে গেছে মুরগির খামার ও ঘর-বাড়ি। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এই ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয় লালোইচ গ্রামের বাসিন্দারা।
সরজমিনে রোববার ১ (সেপ্টেম্বর) লালোইচ গ্রামে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, মৃত আশকানের ছেলে আব্দুস সামাদের বাড়ি, মোফাজ্জলের ছেলে মুস্তাফিজুর ও মৃত লালমন শাহের ছেলে জিয়ারত আলীর ঘরের টিন নষ্ট হয়েছে। অপরদিকে লালোইচ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার টিন নষ্ট হয়েছে, মৃত রফাতুল্লাহ ছেলে আব্দুল জলিল ও মফিজ উদ্দিনের ছেলে আতাউর রহমানের ১ বিঘা জমির পান বরজ নষ্ট হয়েছে।
এছাড়াও রহমতুল্লাহর ছেলে আবু বকর সিদ্দিকের ১২ শতক পান বরজ, মৃত তছির উদ্দিনের ছেলে তাছের আলীর ঘর, মৃত লাল মোহাম্মাদের বাড়ির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। ভয়াবহ এই ঝড়ের তান্ডবে সবকিছু মিলিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি হবে বলে জানান গ্রামবাসীরা।