• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চেক টেম্পারিংয়ে প্রধান শিক্ষক!

প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ১১:৪৯

চেক টেম্পারিংয়ে প্রধান শিক্ষক!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে। ৯৩ হাজার টাকার চেককে ৫ লাখ ৯৩ হাজার লেখার অভিযোগ উঠেছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি রুস্তম আলী এ অভিযোগ তুলেছেন। তবে প্রধান শিক্ষকের দাবি, সভাপতি রুস্তম আলী তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করছেন।

রোববার দুপুরে প্রধান শিক্ষক এই চেকটি অগ্রণী ব্যাংকের কেশরহাট বাজার শাখায় এক ব্যক্তির মাধ্যমে টাকা তুলতে পাঠান। সেখানে চেকটিতে টাকার অংক লেখা ছিল ৫ লাখ ৯৩ হাজার। তবে চেকের মুড়ির অংশে লেখা ছিল শুধু ৯৩ হাজার। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে এলে স্কুলের সভাপতির সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি জানান, এই চেক জালিয়াতি করা হয়েছে। তিনি সই করেছিলেন ৯৩ হাজার টাকার চেকে। সেই টাকার অংকের সামনে একটি ৫ লিখে দিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকা করা হয়েছে। ফলে টাকা প্রদান থেকে বিরত থাকে ব্যাংক কর্তৃপক্ষ। এ সময় দুজনকেই ব্যাংকে ডেকে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  লফস এর আয়োজনে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকে গিয়ে এই চেক দেখেই রেগে যান সভাপতি রুস্তম আলী। তাদের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে প্রধান শিক্ষককে দুটি লাথিও মারেন সভাপতি। তখন ব্যাংক কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় চেকটি ব্যাংকেই রেখে দেওয়া হয়।

জানতে চাইলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘এই চেকে প্রথমে ৯৩ হাজার টাকা তোলারই সিদ্ধান্ত ছিল। চেকটি লেখার পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫ লাখ টাকা অনুদান আসে। সেই অনুদান একই চেকে তুলে নেওয়ার জন্য নথিপত্রেও ৫ লাখ ৯৩ হাজার টাকা লেখা হয় এবং সংশোধিত নথিপত্রে সভাপতি নিজেও স্বাক্ষর করেন। শুধু তাই নয়, স্বাক্ষর দেওয়ার জন্য তিনি ৪০ হাজার টাকাও নেন। তিনি পরামর্শ দেন, অনুদানের টাকাটা ঋণ পরিশোধ দেখাতে হবে। এভাবে তিনি পুরো টাকাটিই নয়ছয় করতে চাচ্ছিলেন। রাজি না হওয়ায় আমাকে ফাঁসাচ্ছেন।’

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত

চেকের মুড়িতে ৯৩ হাজার লেখা থাকার বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘মুড়িতে টাকার অংক লেখাই হয় না। এবার লেখা হয়েছিল, কিন্তু সেটা সংশোধন করতে পরে ভুলে গিয়েছিলাম।’ প্রধান শিক্ষক স্বীকার করেন, ব্যাংকের ভেতর সভাপতি রুস্তম আলী তাকে দুটি লাথি মেরেছেন। তবে ওই সময় তিনি নিজেও খুব উত্তেজিত ছিলেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

জানতে চাইলে স্কুলটির সভাপতি রুস্তম আলী স্বাক্ষর করার জন্য ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘প্রধান শিক্ষক গোপনে অনুদানের টাকা তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন। এ জন্য চেক টেম্পারিং করেছেন। বিষয়টি নিয়ে শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করা হবে।’

আগ্রণী ব্যাংকের কেশরহাট শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান খান বলেন, বিষয়টি স্কুল কর্তৃপক্ষকেই সমাধান করতে বলেছি। সে জন্য চেকটি ব্যাংকেই রাখা আছে। সমাধান হলে চেক ফিরিয়ে দেওয়া কিংবা টাকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত চেক ব্যাংকেই থাকবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:০০
সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:০০
রাতে দুবাইয়ে নামছে ‘নতুন’ বাংলাদেশ দল
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:০০
পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:০০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675