• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

স্মরণীয় ম্যাচে কিংসের চ্যালেঞ্জ

প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ১১:৫৮

স্মরণীয় ম্যাচে কিংসের চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক: ক্রীড়া প্রতিবেদক : গত দুই মৌসুম নিজেদের তৈরি করা স্টেডিয়াম কিংস অ্যারেনায় হোম ম্যাচগুলো খেলছে বসুন্ধরা কিংস। পথচলার শুরু থেকেই এই মাঠে অপ্রতিরোধ্য ক্লাবটি। ১৯ ম্যাচ খেলে এখনো হারের দুঃস্মৃতি সঙ্গী হয়নি চ্যাম্পিয়নদের। জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে মাত্র একটিতে।

ঘরোয়া ফুটবলের অবিশ্বাস্য সাফল্যের পর আজ কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বসুন্ধরা কিংস। এএফসি কাপে ওড়িশা এফসির বিপক্ষে আজকের ম্যাচ তাই কিংসের কাছে স্মরণীয়ও বটে। তবে মাজিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করায় কিংস ফুটবলারদের আত্মবিশ্বাসে খেয়েছে ধাক্কা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ঘরের মাঠে অজেয় থাকার চ্যালেঞ্জও মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের।

গতকাল সংবাদ সম্মেলনে এসে সে কথাই বলেছেন কিংস কোচ অস্কার ব্রুজোন, ‘আমরা কখনোই একই প্রতিযোগিতায় টানা দুই ম্যাচ হারিনি। কিংস অ্যারেনায়ও আমরা কোনো ম্যাচ হারিনি। আমাদের এই রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ জিততে হবে।’ মাজিয়ার কাছে হার অপ্রত্যাশিত ছিল কিংসের জন্য।

ফেভারিট হয়ে খেলতে নেমে সেদিন অঘটনের শিকার হতে হয়েছিল ব্রুজোনের দলকে। ওই হারের পর প্রস্তুতিতে ঘাটতির কথা বলেছিলেন কিংস কোচ। এবার অবশ্য কোনো অজুহাত দিতে চান না তিনি, ‘মাজিয়ার বিপক্ষে প্রত্যাশাটা বেশি ছিল, কিন্তু প্রস্তুতি ভালো ছিল না আমাদের। এখন আমাদের সামনে আর কোনো অজুহাত নেই। বসুন্ধরা কিংস ফিরে এসেছে।

আরও পড়ুনঃ  চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত!

এখন আমার মনে হচ্ছে, সর্বোচ্চটা দেওয়ার মতো অবস্থানে চলে এসেছি আমরা। আমাদের সামনে কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে।’
ভারতের ফুটবলে ওড়িশা এফসির পথচলা খুব বেশি দিনের নয়। ২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকে খেলছে ইন্ডিয়ান সুপার লিগে। এ বছরই হিরো সুপার কাপের শিরোপা জিতেছে তারা। স্থানীয়দের পাশাপাশি দলটিতে আছে ভালো মানের বিদেশি। মুহূর্তেই ম্যাচের চিত্রপট পালটে দিতে পারেন তাঁরা। ভারতের ফুটবলে চার বছর ধরে খেলছেন ফিজির ফরোয়ার্ড রয় কৃষ্ণা। ওড়িশা ক্লাবের সেরা তারকা তিনিই। কৃষ্ণার সঙ্গে ওড়িশার আক্রমণভাগে ভীতি ছড়াতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডিয়েগো মরিসিও। গত মৌসুমে ক্লাবে যোগ দিয়ে ৩৪ ম্যাচে করেছেন ২৩ গোল।

আরও পড়ুনঃ  ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়ছেন যারা

এবারই প্রথম এএফসি কাপে খেলছে দলটি। অবশ্য শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। মোহনবাগানের কাছে হেরেছে ৪-০ ব্যবধানে। আর আজ কিংসের কাছে হারলে অনেকটা ছিটকে যেতে হবে গ্রুপসেরার লড়াই থেকে। তাই এখান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ওড়িশার স্প্যানিশ কোচ সের্হিয়ো লোবেরো, ‘এই ম্যাচ নিয়ে আমরা খুব রোমাঞ্চিত। কঠিন দলের বিপক্ষে আমরা খেলতে যাচ্ছি। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটা। শুধু আমাদের জন্যই নয়, ভারতের ফুটবলের জন্যও। কেননা বসুন্ধরা কিংসের মতো দলের বিপক্ষে যে কেউই জিততে চাইবে।’

আরও পড়ুনঃ  ৫০ চার ২২ ছক্কায় ৪০৪, দেশের ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস

আজ হারলে গ্রুপসেরা হওয়ার পথ কঠিন হয়ে যাবে কিংসেরও। যে কারণে স্বাগতিকদের সামনে ঘরের মাঠে জয়ের বিকল্প নেই। অস্কার ব্রুজোন বলছিলেন, ‘কাল (আজ) হেরে গেলেই টিকে থাকার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে আসবে। দুই দলের জন্যই ম্যাচটা বাঁচা-মরার লড়াই।’ টুর্নামেন্টে টিকে থাকার সঙ্গে ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতে স্মরণীয় করে রাখার চ্যালেঞ্জ কিংসের সামনে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675