• ঢাকা, বাংলাদেশ
  • ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পদ্মার চরে হচ্ছে বনায়ন

প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ৮:৫৬

পদ্মার চরে হচ্ছে বনায়ন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মার চরে বনায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ‘বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্প’ এর আওতায় এ বনায়ন কার্যক্রম শুরু করা হচ্ছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবে চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিপূর্ণ। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অঞ্চলের মানুষের কাছে গাছের প্রয়োজনীয়তা অধিক। এক্ষেত্রে চরাঞ্চলে বনায়ন গড়ে তোলা জরুরি। তেমনি তা রক্ষা করাও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  নওগাঁয় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি, ৬ ডাকাত গ্রেপ্তার

তিনি বলেন, সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা পেতে এবং জীবন ব্যবস্থা রক্ষায় বনায়ন কার্যক্রমের কোনো বিকল্প নেই। তাই সামাজিক বন বিভাগ, রাজশাহীর মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় পদ্মার চরে ১ লাখ ২৫ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তেলের দোকানে আগুন: মালিক নিহত

অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার প্রমুখ।

সর্বশেষ সংবাদ

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৩:৪৭
কাবাডিতে একইদিনে হারের পর জয় বাংলাদেশের
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৩:৪৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675